Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রেডিও বড়াল

রেডিও বড়াল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণঃ

নামঃ রেডিও বড়াল ফ্রিকোয়েন্সিঃ ৯৯.০ এফএম।
শ্লোগানঃ তৃণমূলের প্রতিধ্বনি
সম্প্রচার শুরুর তারিখঃ ২৭ ডিসেম্বর ২০১৮ (পরীক্ষামূলক) এবং ১৩ ফেব্রুয়ারী ২০১৯ (পুরোপুরি)।
মাতৃসংস্থাঃ স্বেচ্ছাসেবী বহুমূখী মহিলা সমাজকল্যান সমিতি (এসবিএমএসএস)।
ঠিকানাঃ বাবুল সুপার মার্কেট (২য় তলা), জয় বাংলার মোড়, আড়ানী পৌরবাজার, বাঘা, রাজশাহী-৬২৮১।

যোগাযোগঃ
মোবাইল: ০১৭২৬২৫০০২৪।
ওয়েব মেইলঃ info@radioboral.org
ই-মেইলঃ commradioboral@gmail.com
ওয়েবসাইটঃ www.radioboral.org
অনলাইনে শুনতে লিংকঃ www.radioboral.fm

কমিউনিটি রেডিওঃ কণ্ঠহীনের কণ্ঠস্বর খ্যাত কমিউনিটি রেডিও বাংলাদেশে কাজ করছে ২০১০ সাল থেকে। শুরু থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিবর্তনের সাথী এই কমিউনিটি বেতার মাধ্যম। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি তথ্যের অবাধ প্রবাহ এবং স্থানীয় যুব ও যুবনারীদের সহায়তায় অনায়াসেই সরকারের গৃহীত নানান উন্নয়নমূলক কাজের কথা ও উন্নয়ন পরিকল্পনার কথা তৃণমূলের মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার কাজটি করছে এই কমিউনিটি রেডিওগুলি। মূলধারার গণমাধ্যম থেকে সম্পূর্ণই আলাদা এই মাধ্যমে তৃণমূলের মানুষের তথ্যের চাহিদা পূরণের পাশাপাশি গনমাধ্যমে কাজ করা ও সাংবাদিকতায় হাতেখড়ির সাথে সাথে স্বল্পপরিসরে বেকারত্বের সমাধানও করছে এই সামাজিক গনমাধ্যমগুলি। সেই সাথে রয়েছে বিভিন্ন সামাজিক চাহিদা ও সমস্যাকে কেন্দ্র করে বেতার তরঙ্গে ও তরঙ্গের বাইরেও প্রান্তিক জনমানুষের সম্পৃক্ততায় বিভিন্ন কার্যক্রম। বাংলাদেশে মোট ১৮টি কমিউনিটি রেডিও সম্প্রচার কার্যক্রম চালিয়ে আসছে। রেডিও বড়াল ৯৯.০ এফএমঃ স্বেচ্ছাসেবী বহুমূখি মহিলা সমাজকল্যান সংস্থা (এসবিএমএসএস) রাজশাহী কর্তৃক পরিচালিত রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী পৌরসভার প্রাণকেন্দ্রে “তৃণমূলের প্রতিধ্বনি” মূলমন্ত্রে সম্প্রচার করছে বাংলাদেশের ১৮তম কমিউনিটি রেডিও বড়াল ৯৯.০ এফএম। বাঘা উপজেলার বুকচিরে বয়ে যাওয়া পদ্মার শাখা নদী বড়াল’র নামানুসারে এই রেডিওটির নামকরণ করা হয়েছে। কৃষি, শিক্ষা, চিকিৎসা, নারী উন্নয়ন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্দ্যোগ বিষয়ক অনুষ্ঠান, আইনি পরামর্শ, বাল্য বিবাহ, স্থানীয় কুটির শিল্প, উৎপাদিত নানা পন্য বাজারজাত করণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, মাদক নিমূল, এসডিজি বিষয়ক অনুষ্ঠান এবং স্থানীয় সংবাদসহ নানাবিধ সমস্যা, সমাধান ও সম্ভাবনার কথা তুলে ধরাই আমাদের ব্রত।