Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আড়ানীর দুই শিশু বীরের গল্প
ডাউনলোড

১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার রেললাইন দিয়ে হাঁটার সময় ভাঙা দেখতে পেয়ে দৌড়ে বাড়ি থেকে লাল রঙের মাফলার এনে দুজন দু’দিকে ধরে দাঁড়িয়ে থাকলে ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেন। ছোট্ট দুই শিশুর বুদ্ধিদীপ্ত তাৎক্ষণিক পদক্ষেপে জ্বালানি তেলবাহী ৩২ বগির ট্রেনের বিশাল বহরটি রক্ষা পেয়েছে। না হলে হয়তো অনেক বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারতো।

সাহসী দুই শিশু রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি ইউনিয়নের ঝিনা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে সিহাবুর গ্রামের সুমন আলীর ছেলে ও লিটন শহীদুল ইসলামের ছেলে। সিহাব প্রথম ও লিটন দ্বিতীয় শ্রেণির ছাত্র। তাদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই দুই শিশুকে ‘হিরো অব আড়ানী’ঘোষনা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর ফেসবুকে লেখেন” আমার নির্বাচনী এলাকায় আড়ানী রেললাইনের পাশেই আবাস তাদের। তাদের সারাজীবনের শিক্ষার দায়িত্ব নিয়েছি। সোমবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকায় গলার থাকা লাল মাফলার দেখিয়ে তেলবাহী একটি ট্রেনকে দুর্ঘটনা ঠেকায় বাঘার ঝিনা গ্রামের সুমন আলীর ছেলে সিহাব রহমান (৬) ও শহীদুল ইসলামের ছেলে লিটন আলী (৭)”।

এই কাজের জন্য বাঘা উপজেলা পরিষদ সভাকক্ষে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে দুই মাফলার বীর এক সংবর্ধনা দেওয়া হয়েছে । বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নুর-উর রহমান বলেন, দেশের সম্পদ রক্ষায় শিশুদের মনে যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে তা প্রশংসনীয়। আমরা এই দুই শিশুকে ভালো কাজের স্বীকৃতি দিয়ে সকল শিশুর কাছে বার্তা পৌঁছে দিতে চাই। আমি বিশ্বাস করি এদের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। সভায় জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বলেন, আমরা এ রকম শিশু আসা করি যাদের মধ্যে রয়েছে দেশপ্রেম। তিনি দরিদ্র দুই শিশু সিহাব ও লিটনের পড়ালেখার দায়িত্ব নেয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ জানান।